সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ার হাট বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিত করছে প্রশাসন


আরিফ খাঁন, বেড়া, পাবনা : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা প্রতিরোধের অন্যতম উপায় সামাজিক দুরত্ব বজায় রাখা।


পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসন হাট বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতে বিশেষভাবে তৎপর রয়েছে বলে জানা গেছে।

ইউএনও সাঁথিয়া এসএম জামাল আহমেদ জানান, ইতোমধ্যে উপজেলার
উল্লেখযোগ্য আতাইকুলা হাট, মিয়াপুর হাট, কাশীনাথপুর হাট, চতুর হাট, করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া হাট, বোয়ইলমরী হাট ও ধুলাউড়ি হাট পার্শবর্তী কলেজ, হাইস্কুল ও মাদ্রাসা মাঠে বসানোর ব্যাবস্থা করা হয়েছে।

এ সকল হাটে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য প্রত্যেক হাটে ১০জন করে আনছার
নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

সামাজিক দুরত্ব সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় প্রশাসনের নিয়োগকৃত  কর্মকর্তাগন নিয়মিত তদারকি করছেন।

সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পেরে জনগন সন্তোষ প্রকাশ করেছেন।