পাবনার চাটমোহরে রাজশাহী-ঢাকা রেলপথ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকাল ১০টার দিকে চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশন অদূরে ডেঙ্গারব্রিজ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বক্কর সিদ্দিক।
নিহত ৩৫ বছরের হাফিজুল ইসলাম প্রামাণিক ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া এলাকার সাবের উদ্দিন প্রামাণিকের ছেলে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা চেক শার্ট।
চাটমোহর রেলস্টেশনের কর্মচারী আমিরুল ইসলাম বলেন, “সাড়ে ৯টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার দিকে যাওয়ার পরে খবর পাই এক ব্যক্তি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে পড়ে আছে।
“আমরা ঘটনাস্থল ডেঙ্গারব্রিজ এলাকায় উপস্থিত হই এবং চাটমোহর থানা পুলিশের মাধ্যমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে জানতে পারি ওই ব্যক্তি মারা গেছেন।”
সহকারী পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ওসি দুলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাটি তদন্তে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ