সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি বাজারে DAP সার অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ টি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে ধুলাউড়ি বাজারে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ডিলারের লাইসেন্স না থাকায় এবং এক হাজার ৫০ টাকার DAP সার ১৫ শ' ৫০ টাকা নেয়ার দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। 

তিনি জানান, আমার কাছে ভুক্তভোগী কৃষকেরা জানান যে DAP সারের দাম বেশি রাখা হচ্ছে ধূলাউড়ি বাজারের প্রায় সব দোকানে। আমি আমার লোক দিয়ে এক বস্তা সার ক্রয় করি। সেখানে দেখা যায়, সরকারি মূল্যের চেয়ে ৫ শ'  টাকা বেশি দাম রাখা হচ্ছে। এক হাজার ৫০ টাকার DAP সারের বস্তা ১৫ শ' ৫০ টাকা রাখা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার মোবাইল টিম নিয়ে ধূলাউড়ি বাজারে হাজির হই। 

ইউএনও রিজু তামান্না আরও জানান, সেখানে গিয়ে দেখি আরেক চিত্র। আমার উপস্থিতি টের পেয়ে সকল সার ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়। তবে আমি লোক দিয়ে যে দোকান থেকে সার ক্রয় করি দাম পরিক্ষার জন্য তাকে কল করে নিয়ে আসা হয়। দেখা যায়, সে সারের বৈধ ডিলার না হয়েও প্রায়  এক শত বস্তার সার মজুদ করেছে যা সম্পূর্ণ অবৈধ। তাকে জিজ্ঞেস করা হলে, সে জানায় আমি ধূলাউড়ি সার ডিলারের কাছ থেকে ১৪ শত ৪০ টাকা দরে কিনে বিক্রি করছি।

অবৈধভাবে সার মজুদ ও সারকারি মূল্যের চেয়ে ৫ শত টাকা বেশি রাখার দায়ে তাকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্কতা করা হয়। 

এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (AEO) ও ইউনিয়নে ইউনিয়নে উপসহকারীর কাজ কি? এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। মাঠ পর্যায়ে সারের দাম এতো বেশি, তাহলে তারা কেন মনিটরিং করছে না? এমন প্রশ্ন করেছেন ভুক্তভোগীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ