সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়



ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলো শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বনওয়ারিনগর  সিপিবিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। 

প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাসান তারেক। 

সোমবার ৩ নভেম্বর সকাল ১১ টায়  বনওয়ারীনগর সিবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।  

ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে উঠে।  শিক্ষা গুরুর ভালোবাসার স্মৃতি স্মরণ করে প্রিয় শিক্ষার্থীরা ও সহকর্মীরা। 

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয় থেকে শেষ কর্ম দিবসে সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়িতে করে মোঃ হাসান তারেককে নিজ বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। 

সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মাওলানা জাফর ইকবাল এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম খান, এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান ও সাবেক উপজেলা মাধ্যমিক অফিসার মাহফুজুর রহমান, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বক্তব্য রাখেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ