সর্বশেষ

6/recent/ticker-posts

দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 



আটঘরিয়া প্রতিনিধি: দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের আয়োজন ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ অক্টোবর বিকেলে আটঘরিয়া উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। 

উদ্বোধনী খেলায় রংপাখি ফুটবল একাদশ পাবনা বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব চাটমোহর একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা একরামুল বারী, প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম। 

উক্ত ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউদ্দিন শফি। সঞ্চালনায় ছিলেন সহসভাপতি খন্দকার কিরণ। উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি আরিফুল ইসলাম আরিফ, তার সহযোগী রেফারি দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ ও রঙ্গণ। 

খেলায় দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের সকল সদস্য বৃন্দ সহ হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল। উক্ত খেলায় রংপাখি ফুটবল একাদশ পাবনা ৩-১ গোলে চাটমোহর ভাই ভাই স্পোটিং ক্লাবকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ