সর্বশেষ

6/recent/ticker-posts

সুজানগরে ইট ভাটায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ

 


সুজানগর প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের এম এম এস ব্রিকস্ ইট ভাটায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ভাটার মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘গতকাল শনিবার গভীর রাতে এক দল ডাকাত আমার ইট ভাটায় ঢুকে পাহারাদার বাবু মুন্সি ও এস্কেভেটর চালক আবু সাঈদকে হাত, পা, মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে, নগদ টাকা, পল্লী বিদ্যুতের তিনটা ট্রান্সফরমার, এস্কেভেটরের দুটি ব্যাটারি, আইপিএস ব্যাটারি, সিসি ক্যামেরার রেকর্ড বক্স, ফ্যান ও বিদ্যুৎ লাইনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে ডাকাত দল পিক ভ্যান যোগে চলে যায়।’ 

এ ঘটনার পাহারাদার বাবু মুন্সি বলেন, গ্রিলের তালা কেটে ডাকাত দলের পাঁচ জন রুমে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের মোবাইল নিয়ে, হাত পা, মুখ বেঁধে রাখে।

এস্কেভেটর চালক বলেন, ঘুমন্ত অবস্থা থেকে তাকিয়ে দেখি আমার মুখের উপর লাইট ধরে রেখেছে, বুকের উপর বন্দুকও ধরে রেখেছে, এরপর হাত, পা ও মুখ বেঁধে রেখেছিল। ডাকাত দল আমাদের রুমের বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। অনেক চিৎকার চেঁচামেচি করার পরও কেউ এগিয়ে আসেনি।

ভাটার মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, ডাকাত দল প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ