পাবনার ঈশ্বরদীতে ভিক্ষুক সেজে বাড়িতে গিয়ে এক নারীকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) ঈশ্বরদী পৌরসভার নারিচা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, বোরকা ও হিজাব পরিহিত অজ্ঞাতপরিচয় এক নারী ভিক্ষুকের বেশে আমিনুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। সে সময় গৃহবধূ নুসরাত জাহান রূপন্তি একাই বাড়িতে ছিলেন। পরে ওই নারী কৌশলে রূপন্তিকে অচেতন করে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী নুসরাত জাহান রূপন্তি বলেন, ওই মহিলা ভিক্ষুক সেজে বাড়িতে এসে খাবার চায়। আমি রান্নাঘরে চাল আনতে গেলে হঠাৎই অচেতন হয়ে পড়ি। পরে প্রতিবেশীরা আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পানি ঢেলে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর দেখি ঘরের সব কিছু এলোমেলো, আলমারির ড্রয়ার খোলা। নগদ ২ লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ওই নারী।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোরকা ও হিজাব পরা এক নারী ভিক্ষুক সেজে বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কৌশলে অচেতন করেছে বলে অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত নারীকে শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি এলাকায় চুরিচামারির ঘটনাগুলোর সঙ্গে এই চক্র জড়িত থাকতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

0 মন্তব্যসমূহ