সর্বশেষ

6/recent/ticker-posts

দুর্গাপূজায় অনুদানের আশ্বাসে প্রতারণার শিকার ৩৬ পরিবারের পাশে প্রশাসন


পাবনার ঈশ্বরদীতে আসন্ন দুর্গাপূজায় অনুদানের আশ্বাস দেওয়া প্রতারকদের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৩৬ সনাতন ধর্মাবলম্বী পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগীদের ডেকে এ টাকা দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র এসব পরিবার থেকে অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকার হওয়ার পর উপজেলা প্রাশাসন থেকে সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে মুঠোফোনে দুর্গাপূজায় অনুদান দেওয়ার আশ্বাসে বাঘইল দাশপাড়া গ্রামের ৩৬টি হতদরিদ্র পরিবার থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। চক্রটি প্রত্যেক পরিবার থেকে ৬০০ টাকা করে নেয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে এলে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের নির্দেশনায় ইউএনও মো. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে উপজেলা পরিষদের তহবিল থেকে ভুক্তভোগী ৩৬ পরিবারকে ডেকে তাদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে প্রশাসনের বিশেষ টিম কাজ করছে বলে জানা গেছে।

খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে আনন্দ প্রকাশ করে কয়েকজন বলেন, ‘সাংবাদিকদের সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে প্রশাসন। আমাদের কষ্টে উপার্জিত টাকা খোয়া যাওয়ায় তারা সহযোগিতা দিয়েছেন। আমরা অনেক খুশি।’

এ বিষয়ে ঈশ্বরদীর ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্গাপূজায় অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দাশ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ