পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া চকপাড়া মহল্লায় সড়কে দুধের লরির চাপা পড়ে অজ্ঞাত দু’জন নারী নিহত হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় পওয়া যায়নি। সোমবার (১৮ আগস্ট) সকালের দিকে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া চকপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
অনুসন্ধানে জানা গেছে, কলেজপাড়া ফুটব্রিজ থেকে মাষ্টারপাড়া মহল্লায় বাংলা সারের বাড়ি পর্যন্ত প্রশস্ত সড়কের ভাঙ্গা অংশ মেরামতের জন্য পৌরসভা ওয়ার্ক অর্ডার দেওয়ার পরও ঠিকাদাররা কাজ করেনি। ফলে কিছু যানবাহন মেন্দা মহল্লা দিয়ে মাষ্টারপাড়া বাংলা সারের মোড় হয়ে বড় রাস্তায় উঠছে। আবার কিছু যানবাহন চকপাড়া মহল্লা দিয়ে সাহেবপাড়া থেকে উপজেলা সড়কে উঠছে। বড়ালব্রিজ-নওগাঁ সড়কের দূরাবস্থা ও সংস্কারের অভাবে ভারী যানবাহন ঐসব সরু রাস্তা দিয়ে চলাচলের কারণেই দুর্ঘটনাটি ঘটে। এখন মানুষের প্রশ্ন, এই হত্যার দায় কার?
স্থানীয়দের দাবী, দীর্ঘদিন ধরে বড়ালব্রিজ-নওগাঁ সড়কের কলেজপাড়া ফুটব্রিজ হতে মাষ্টারপাড়া বাংলা সারের মোড় পর্যন্ত রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। ফলে হালকা যানবাহনের পাশাপশি ভারি যানবাহন বিকল্প রাস্তা হিসাবে পৌরসভার চকপাড়া মহল্লার এই সরু রাস্তা দিয়ে সম্প্রতি ট্রাক-লরি চলাচল করছে। সাধারণত প্রাণের একটি ভারী দুধের লরি ভোরে এই পথে যাতায়াত করে বলে স্থানীয়রা জানান। তারা আরও জানান, দুধের লরির চাপা পড়েই এই দুর্ঘটনা ঘটেছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সম্ভবত প্রাণের দুধের লরির চাপায় পড়ে অজ্ঞাত পরিচয়ের ঐ ছিন্নমুল দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়। লরির চাকার আঘাতে নিহতদের দু‘জনেরই মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। তিনি আরও জানান, তারা দুজনই ছিন্ন মূল মানুষ। কারণ তাদের ফিঙ্গার পিন্ট নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ