সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

 


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে দশম শ্রেণীর এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল পৌঁনে ৫ ঘটিকায় পৌর শহরের বকুলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অপু (১৭) উপজেলার নারিচা মসজিদপাড়া এলাকার সোহেল প্রামানিকের ছেলে এবং এসএম স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেনীর (বানিজ্য শাখা) শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী এবং ঈশ্বরদী থানার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শহরের বকুলের মোড়স্থ বাবার পার্সের দোকানে যায় অপু।

যাত্রাপথে পথ আগলে রাখা কিশোরদের পথ ছেড়ে দাঁড়াতে বলায় উভয়ের মধ্যে বিতন্ডাসৃষ্টি হয়। এসময় রাহি এবং সামির নামে দুই কিশোর এসে এলোপাতারি ভাবে প্রহার করতে শুরু করে।

এর এক পর্যায়ে অপুর পেটের বাঁ পাশে ধারালো ছুরি দ্বারা আঘাত করলে অপু মাটিতে লুটিয়ে পড়ে যায়। এসময় স্থানীয়রা অপুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযুক্ত রাহি নারিচা মসজিদপাড়া এলাকার লিটন প্রামানিকের ছেলে ও সামির একই এলাকার ভাটা পাড়া এলাকার বাসিন্দা। 

আহত অপুর বন্ধু রনি ইসলাম ও রোজবুল জানান, স্থানীয় বিএনপি নেতা ও ঈশ্বরদী পৌরসভার ধানের শীষের সাবেক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম নয়ন বাহীনির ছেলেরা রাস্তা দখল করে আড্ডা দিচ্ছিল।

এসময় তাদের রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় অপুর উপর তারা হামলা করে বসে। হামলার এক পর্যায়ে তার পেটে ছুড়ি বসিয়ে দিয়ে মারাত্নক যখম করে।

সে সময় আহত অবস্থায় অপুকে টেনে হেছঁড়ে রফিকুল ইসলাম নয়নের দলীয় কার্যালয়ে নেওয়া চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

ঈশ্বরদী পৌর সভার সাবেক ধানের শীষের মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম নয়ন বলেন, অত্রাঞ্চলের সকল পোলাপানই আমার ভাই ও সহকর্মী। শুধু তাইনয়, আহত অপুও আমার ছোট ভাই।

গতকাল রাতে আমি তাকে দেখতেও গেছিলাম তার বাড়ীতে। তার সুস্থ্যতা ও মামলার যাবতীয় বিষয়াদির সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দিয়ে এসেছি। কেননা অপরাধী যে দলেরই হোকনা কেন তাকে শাস্তির আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ