সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু

 


পাবনার ঈশ্বরদীর চররূপপুর গেনা মার্কেট সংলগ্ন পদ্মা নদীতে ডুবে সালাম (১৫) বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সে চরররূপপুর সারেং পাড়ার আতিয়ারের ছেলে। রূপপুর মোড়ের সাইকেল গ্যারেজে কর্মচারী সালাম দুপুর তিনটায় দুই বন্ধুর সাথে চররূপপুর গেনা মার্কেট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসল করাকালে সে সাতার না জানায় নদীতে পানির স্রোতে ডুবে যায়। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা বিকাল ছয়টার দিকে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ