সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় বাড়ির আঙিনা থেকে প্রাইভেট কার চুরি


পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজার সংলগ্ন মজিদপুর থেকে ওসমান গনি সেলিম নামে এক ব্যবসায়ীর ব্যবহৃত প্রাইভেটকার চুরি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে তার বাড়ির সামনে থেকে এ প্রাইভেটকারটি চুরি হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্যবসায়ী ওসমান গনি সেলিম বলেন, “প্রতিদিনের মতো আমার বাড়ির সামনে আমার ব্যবহৃত (Toyota X Corolla সিলভার রং যার নাম্বার মেট্রো- গ ৩৩-১০৫৬) প্রাইভেটকারটি পার্কিং করে রেখে বাড়ির ভেতর অবস্থান করছিলাম। সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়ে দেখি আমার পার্কিং করা ওই প্রাইভেটকারটি নেই। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে দ্রুত পাবনা সদর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করি।”

ব্যবসায়ী ওসমান গনি সেলিম বলেন, “আমার ধারণা প্রাইভেটকার চোর আমার আশপাশের কেউ হবে। পাবনার প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করলে আমার প্রাইভেট কারটি উদ্ধার করতে পারবে। বিষয়টি এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। আমি আশাবাদী পুলিশ আমার প্রাইভেটকারটি দ্রুত উদ্ধার করতে পারবে।”


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ