খেলনা পিস্তল নিয়ে এক রাইস মিল ব্যবসায়ীর কাছে ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা।
আটকরা হলেন—উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে সুজন (২২) ও একই গ্রামের বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)।
তাদের একজন বিশ্ববিদ্যালয় ও অপরজন মাদরাসার শিক্ষার্থী বলে দাবি করলেও নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সূত্র জানায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কাশিনাথপুর বাজারের চাউল পট্টির খান রাইস মিলের মালিক শামসুর রহমানের মাথায় পিস্তুল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সুজন ও রাজীব। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের ঘিরে ফেলে। পরে তারা পুলিশকে খবর।
সাঁথিয়া থানার এএসআই মোস্তফা বলেন, ‘ব্যবসায়ীরা দুই যুবককে আটক করে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
0 মন্তব্যসমূহ