সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় বাস চাপায় পথচারী নিহত



মনসুর আলম খোকন,সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের মাধপুরে যাত্রীবাহি বাসের চাপায় জয়নাল আবেদীন ওরফে জয়নাল হুজুর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শোলাবাড়িয়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মাওলানা জয়নাল আবেদীন মাধপুর বাজার যাওয়ার পথে আলকাদরিয়া মাদরাসা সড়কের চারমাথা মোড় নামক স্হানে পৌঁছলে  দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মহসড়কের অপরদিক থেকে একটি নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) হঠাৎ করেই সড়কে উঠে আসলে দ্রুতগামী বাসটি নছিমনকে বাঁচাতে গিয়ে সড়কের পার্শ্বে চলে আসে এবং জয়নাল আবদীনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্হানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা  নেওয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ