সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় মাদক ব্যবসায়ী আটক



ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে  তানভীর আহমেদ শিমুল (২৬) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে  ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ি এলাকার হানিফ বাবলুর বাড়ির দক্ষিণ পাশে একটি ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিমুল চৌবাড়িয়া দক্ষিণপাড়া মহল্লার মোঃ শামসুল আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে  ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ি এলাকার হানিফ বাবলুর বাড়ির দক্ষিণ পাশে একটি ভাড়াবাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা ও ৭পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় । কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা পলাশ নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ  মোঃ শফিকুল ইসলাম বলেন,  উভয়ের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ