ভাঙ্গুড়া প্রতিনিধি: রেল লাইনের ধারে সজনে পাড়তে গিয়ে রুপা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনের পূর্বদিকে রেল লাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুপা খাতুন ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী ও তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, রুপা খাতুন তার মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার বাড়ির পাশে রেল লাইনের ধারে সাজনে গাছে সজনে পাড়তে যায়। রেল লাইনের ধারে সজনে পাড়তে গিয়ে সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুপা ৩ সন্তানের জননী ও তার বাড়ী চৌবাড়ীয়া রেল লাইন পাড়ার বাসিন্দা।
ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আলামিন বলেন, রুপা খাতুনকে হাসপাতালে আনা হয়েছিল মৃত অবস্থায়। ধারণ করা হচ্ছে, বুকে ও মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে।

0 মন্তব্যসমূহ