পাবনার বেড়া পৌর এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে দশ টাকার প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলজার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসি বিক্ষুব্ধ হয়ে অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দিয়ে গোলজারকে পুলিশে সোপর্দ করে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে বেড়া উপজেলার শেখপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলজার পৌর এলাকার শেখপাড়া মহল্লার সুলতান শেখের ছেলে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি ইফতারের আগ মুহূর্তে ধর্ষকের বাড়ির পাশ দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় আশপাশে কোনো লোকজন না থাকায় শিশুটিকে দশ টাকার লোভ দেখিয়ে তার বাড়ির একটি রুমে ডেকে নেন। রুমে নিয়ে শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং এক পর্যায়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান।
পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গিয়ে মায়ের কাছে ঘটনা বললে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর শিশুটির অবস্থার অবনতি হওয়ায় পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত গোলজারের বাড়িঘরে ভাঙচুর করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া মডেল থানার ওসি মো. ওলিউর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলজার ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।
এক পর্যায়ে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে অপরাধীর তাৎক্ষণিক সাজা দাবি করে। পরে সেখানে বিএনপি নেতা আলহাজ ইউনুস আলী সঠিক সাজার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী সেখান থেকে সরে যায়।

0 মন্তব্যসমূহ