সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান


 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে রবিবার (২৩ মার্চ) পাবনার দইবাজার ও বড় বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ১৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে দইবাজার এলাকায় জালাল ক্লথ স্টোর – ৩৮ ধারায় ২ হাজার  টাকা জরিমানা, নিউ জালাল ক্লথ স্টোর – ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা, জনি স্টোর – ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা, বাবুল ক্লথ স্টোর – ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা, ইসলাম ফেব্রিক্স – ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা, অনুমোদনবিহীন নিরা ঘি ভাণ্ডার – ৫২ ধারায় ২ হাজার টাকা জরিমানা, শংকর দই ঘর – ৫২ ধারায় ৩ হাজার টাকা জরিমানা, ভরত ফল ভাণ্ডার – ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা, 

অপরদিকে, বড় বাজার এলাকায় চালের মূল্য যাচাই এবং সরকারি নির্দেশনা প্রতিপালন না করায় বিধান চন্দ্র সরকার – ৩৭ ও ৪৪ ধারায় ৩ হাজার টাকা জরিমানা, মেসার্স আল আমিন রাইস এজেন্সি – ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা, মেসার্স সাব্বির এজেন্সি – ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা, মেসার্স সবজি ভাণ্ডার – ৪৫ ধারায় ৩ হাজার  টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় পাবনা জেলা র‌্যাব, পুলিশ লাইনের পুলিশ সদস্যবৃন্দ এবং ক্যাব (কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পাবনা শাখার সেক্রেটারি উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অভিযানের বিষয়ে জানান, "ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।"

এদিকে, অভিযানে জরিমানা হওয়া কয়েকজন ব্যবসায়ী জানান, ছোটখাটো ভুলের কারণে জরিমানা গুনতে হয়েছে, তবে তারা ভবিষ্যতে এসব বিষয় মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং এবং আইন প্রয়োগ করে থাকে। জনসাধারণকে সচেতন করার পাশাপাশি ব্যবসায়ীদেরও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ