সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ

মিডিয়ায় কথা বলছেন বাক প্রতিবন্ধির মা।



আটঘরিয়া প্রতিনিধি:  পাবনার আটঘরিয়ায় এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামে। তার বাবার নাম মৃত বাদশা খাঁ। 

এঘটনায় ধর্ষিতার চাচাতো ভাই রফিকুল ইসলাম ওরফে রফিক বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে ও সরজমিনে ধর্ষিতার পরিবারের সাথে কথা বলে জানা গেছে,  উপজেলার চাঁদভা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের কদমডাঙ্গা মধ্যেপাড়া বড় মসজিদ সংলগ্ন রাশিদা খাতুনের মেয়ে বাক প্রতিবন্ধী আয়জান খাতুন বসবাস করেন। 

বাক প্রতিবন্ধী আয়জান খাতুন এর মা রাশিদা খাতুন টেবুনিয়া জুটমিলে কাজ করে সংসার চালান। ঘটনার দিন বারো মার্চ রাতে রাশিদা খাতুনের নাইট ডিউটি থাকায় বাক প্রতিবন্ধী আয়জান খাতুন তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন। 

তেরো মার্চ দিবাগত  রাত সাড়ে বারোটার দিকে একই গ্রামের আহেদ আলীর ছেলে ধর্ষক বাচ্চু ওরফ বাক্কু বাড়ির পিছন দিক থেকে এসে তার ঘরের দরজা কৌশলে খুলে  ভিতরে জোর পৃর্বক প্রবেশ করে। এসময় বাক প্রতিবন্ধী আয়জান খাতুনের শরীরের ষ্পর্শকাতর স্থানে হাত দেয়।

প্রতিবন্ধী আয়জান আও মাও করে চেচামেচি করতে থাকলে বাচ্চু ওরফে বাক্কু আয়জান খাতুনের মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। 

পরে প্রতিবন্ধী আয়জান খাতুন  ঘরের বেড়ার উপর জোড়ে জোরে শব্দ করতে থাকলে প্রতিবেশীরা শব্দ শুনে ছুটে আসলে ধর্ষক বাচ্চু কৌশলে পালিয়ে যায়।  

তবে এলাকাবাসি জানান, এর আগেও আমাদের গ্রামে এই বাচ্চু ওরফে বাক্কু এধরণের কাজ অনেকের সাথে করেছে। আমরা এই লম্পট বাচ্চু ওরফে বাক্কুর সঠিক বিচার চাই। তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি জোর দাবি জানান তারা।

চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  পাঞ্জাব আলী জানান, গ্রামের মধ্যে এ ধরণের ঘটনা জঘন্যতম। অপরাধী যে হোক না কেন তার শাস্তি হওয়া দরকার। 

ধর্ষিতার মা রাশিদা জানান, আমি রাতে বাড়িতে না থাকায় আমার মেয়ে একা ঘরে শুয়ে ছিল। বাচচু ওরফে বাক্কু রাত সাড়ে বারোটা দিকে জোর করে গায়ে হাত দেয় এবং ইশারায় বলে আমাকে ধর্ষণ করা হয়েছে। আমার মেয়ে বাক প্রতিবন্ধী। আমি বাক্কুর শাস্তি চাই। 

এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান, ভিকটিম  বাক প্রতিবন্ধী। তার শরীরের স্পর্শকতা স্থানে হাত দেয়া হয়েছে এই মর্মে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ