সর্বশেষ

6/recent/ticker-posts

তীব্র শীতে পাবনায় জনজীবন বিপর্যস্ত

 


তীব্র শীতে পাবনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শুক্রবার ৩ জানুয়ারি পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন নিউজ পাবনাকে জানান সকাল ৯টায় পাবনার তাপমাত্রা ছিলো ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। 

এতে করে পাবনায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর তাতে  বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থবিরতা দেখা দিয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে। 

সকাল থেকে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমে নাই।  শীতের তীব্রতায় সন্ধ্যার পর জনশূন্য হয়ে পড়ছে শহর-বাজার।

বৃহস্পতিবার ২ জানুয়ারি পাবনা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, কয়েকদিন থেকে এ জেলার তাপমাত্রা নিম্নমুখী। বৃহস্পতিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। 

চিকিৎসক আব্দুল বাতেন বলেন, শীত মৌসুমে ঠান্ডাজনিত জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়ারিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এদের বেশিরভাগই শিশু ও বয়োজ্যেষ্ঠ। ঠান্ডাজনিত রোগব্যধি এড়াতে গরম কাপড় পরতে হবে। যতটুকু সম্ভব ঘরে অবস্থান করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ