সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা পৌর এলাকায় নলকূপ স্থাপনে লাগবে অনুমোদন, দিতে হবে ১২ হাজার টাকা!

ছবিটি- প্রতিকী


রবিউল রনি: পাবনা পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে গভীর অগভীর নলকূপ স্থাপনে অনুমোদন প্রসঙ্গে মাইকিং করা হয়। মাইকিংএ বলা হয় পৌর এলাকায় অবস্থিত অনুমোদনবিহীন গভীর  অগভীর নলকূপ স্থাপন অবৈধ। পৌরসভার অনুমতি ব্যতীত যেকোন নলকূপ স্থাপন করা নিষেধাজ্ঞা জারি করা হয় এবং অনুমোদন ব্যতীত যেকোন নলকূপ অভিযানের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়। 

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পুরাতন নতুন নলকূপ সাবমারসিবল তথা গভীর ও গভীর নলকূপ এর জন্য অনুমোদন নিতে হবে। পাবনা পৌরসভা থেকে একটি ফর্ম নিয়ে পূরণ করার মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে এই অনুমোদন নিতে হবে। অনুমোদন না নিলে সেটা অবৈধ বলে গণ্য হবে এবং পৌরসভা থেকে সেটা বন্ধ করার ব্যবস্থা করা হবে বলে মাইকিং এ জানানো হয়।

এ বিষয়ে পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়দুল হক জানান, পৌর কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিগত দুই বছর এই অনুমোদন নিতে খরচ হতো  ৬ হাজার টাকার কিছু বেশি কিন্তু বর্তমানে নতুন বা পুরাতন সাবমারসিবল স্থাপন করতে হলে অনুমোদন আবশ্যক। এই অনুমোদন নিতে প্রায় বারো হাজার এর বেশি টাকা খরচ হবে। বর্তমান কমিটির মিটিং এ নতুন এবং পুরাতন উভয় প্রকার সাবমারসিবল সমান অনুমোদন ফি ধার্য করা হয়েছে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ