পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের মহাদেব পুরে অভিযান চালিয়ে ১কেজি গাজা ও ১৫০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি।
পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ্ নেওয়াজ, পিপিএম (সেবা) এর সার্বিক তত্বাবধানে এবং ওসি, ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের এসআই সেলিম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানার ভাঁড়ারা ইউপির মহাদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মুরাদ শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার মুরাদ সদর উপজেলার মহাদেবপুর পূর্বপাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে। আটকের সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ একই তারিখ রাত সাড়ে ১১টার দিকে পাবনা সদর থানার মালঞ্চি ইউপির সিংগা বাজার রেল গেইট শফিক এর সেলুনের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ কিরন হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে সিংগা বাজার রেলগেট কারিগড়পাড়া এলাকার মৃতঃ হাবিবুর রহমান সুর্যর ছেলে। আটকের সময় তার নিকট থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্যসমূহ