সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত’ জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত




বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনার জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম বলেছেন, এবার নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা হলে শুধু অর্থদন্ডই করা হবে না; কারাদন্ডও দেওয়া হবে। তিনি বলেন, ইলিশ ধরা বন্ধের সময়ে সরকার প্রতিটি জেলা পরিবারকে চাল দিয়ে সহায়তা করছে। এর পরেও কেউ ইলিশ ধরার চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

আজ রোববার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত’ জেলা টাস্কফোর্সের সভায় সভাপতির ভাষণে পাবনার জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম এ কথা বলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম. সহকারী কমিশনার মো. ওয়ালিউর রহমান রুবেল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, পাবনা জেলার সাথে পদ্মা এবং যমুনা নদী সম্পৃক্ত। এই দুই নদীতে ইলিশ মাছ ধরা পরে। সরকার ঘোষিত ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার সময় মানুষ মাছ ধরে ফলে ইলিশ সংরক্ষণ ব্যাহত হয় এ জন্য নৌ পুলিশসহ প্রশাসন কে সর্তক থাকতে হবে। ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ