মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় চাঁদাবাজির অভিযোগে শনিবার রাতে গ্রেফতারকৃত ইমরান হোসেন শিশির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেউ নন বলে এক প্রেস রিলিজে জানিয়েছেন সাঁথিয়া পৌর ছাত্রদলের আহবায়ক জীবন আহমেদ ও সদস্য সচিব মাহিদুল মল্লিক।
প্রেস রিলিজে বলা হয়েছে, ইমরান হোসেন শিশির কখনো ছাত্রদল কিংবা বিএনপি'র অন্য কোন অঙ্গ, সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলো না। তাদের সংগঠনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়া উপজেলার নির্বাহী অফিসারের নামে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়ে গ্রেফতার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাঁথিয়া উপজেলা শাখার দাবি করা ভুয়া স্বঘোষিত সমন্বয়ক ইমরান হোসেন শিশির। শনিবার (৩১ আগষ্ট) রাতে শিশিরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় দ্রুত বিচার আইনে চারজনের নামে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ইমরান হোসেন শিশির উপজেলা যুবদলের সাবেক সভাপতি কোনাবাড়িয়া গ্রামের সেলিমুজ্জামান মতিনের ছেলে। ছেলের বিপথগামীতায় অসুস্থ সেলিমুজ্জামান মতিন রোববার বিকেল ৩ টা ৪৫ মিনিটে মনকষ্টে মৃত্যুবরণ করেন। এ মামলায় অপর আসামীরা হলো একই গ্রামের মধু খাঁর ছেলে শাকিল, মিলটন খন্দকারের ছেলে তালহা ও জুয়েল খন্দকারের ছেলে সানি।
0 মন্তব্যসমূহ