সর্বশেষ

6/recent/ticker-posts

টুল সেলুনের গল্প!




রবিউল রনি: যুগের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এরই সাথে পরিবর্তন হয়েছে ব্যবসা-বাণিজ্যের ধরন।  এসি করা সেলুন থেকে স্পা সেন্টারের বিলাসবহুল চেয়ারে গা এলিয়ে দিয়ে বর্তমান যুগের পুরুষেরা চুল দাড়ি কাটায়। এর সাথে সম্পৃক্ত আছে আরো কত রকম বিলাসী কর্মকাণ্ড তার শেষ নেই। 

কিন্তু কোন এক সময় টুলে বসেই চুল দাড়ি কাটতে হতো উন্মুক্ত খোলা মাঠে। পাবনার হাজির হাটে মঙ্গলবার হাট চলাকালীন সময় গিয়ে চোখে পড়ে এমন দৃশ্যের। 

সেখানে চার নাপিত টুল নিয়ে বসে আছে। লোকজন এসে তাদের কাছে চুল কাটাচ্ছে দাড়ি কামাচ্ছে। 

দুইজন নাপিতের সাথে আলাপচারিতার একপর্যায়ে জানা গেল পুষ্পপাড়া থেকে এসেছে বৈদ্যনাথ নাপিত, আর বলরামপুরের মতিন ধর্মভেদে ভিন্ন হলেও পাশাপাশি বসে কাজ করছেন তারা। 

চুল দাড়িসহ কাটতে এখানে মাত্র ৫০ থেকে ৬০ টাকা লাগে। এছাড়াও নাপিত বৈদ্যনাথ বলেন এখানে টাকা পয়সা কম থাকলেও আমরা চুল দাড়ি কেটে দেই। অর্থাৎ দাম দর করে ৩০- ৪০ টাকা দিয়েও চুল দাড়ি কাটানো যেতে পারে এখান থেকে। 


তাই নিম্নবিত্ত স্বল্প অর্থের মানুষ এখানে বসেই তাদের চুল দাড়ি কেটে নিজেকে সুন্দর রাখছেন।


(প্রিয় পাঠক, নিউজ পাবনার মুক্তমত কলামে লিখতে পারেন আপনিও। আপনার এলাকার সমস্যা, সম্ভাবনা, আবিষ্কার, দর্শনীয় স্থান বা ভ্রমন কাহিনি লিখে পাঠাতে পারেন infonewspabna@gmail.com এই মেইলে। সাথে অবশ্যই লেখা সংশ্লিষ্ট ছবি যুক্ত থাকতে হবে। লেখা মনোনীত হলে প্রকাশিত হবে। লেখা পাঠানোর পর কোন সুপারিশ গ্রহনযোগ্য নয়। ) -বি.স.।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ