মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রুহান (৩) ও ইয়ামিন (৪) নামে দুই শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রুহান ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে এবং ইয়ামানি একই গ্রামের শাহিন আলমের ছেলে। তারা সম্পর্কে চাচা ও ভাতিজা।
শিশুদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রুহানের মা রত্না খাতুন বাড়ির পাশে ইছামতি নদীতে কাপড় ধুতে যান। এ সময় তার সঙ্গে রুহান এবং ইয়ামিন যায়। পরে শিশুরা রত্না খাতুনের অজান্তে পাশের একটি ডোবায় শাপলা ফুল তুলতে যায়। কাপড় ধোয়া শেষে শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দ্রুত বাড়ি ফিরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান। স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করতে থাকার একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় ইয়ামিনকে পানিতে ভেসে থাকতে দেখতে। স্বজনেরা ইয়ামিনকে উদ্ধারের পর একই ডোবার পানিতে ডুবে থাকা রুহানের সন্ধান পান। দুজনকেই দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনা নিশ্চিত করে ধুলাউড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিন জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশু দুটি তাঁর আত্মীয়। সোমবার (১২ আগস্ট) বাদ আসর জানাজা শেষে শিশুদের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

0 মন্তব্যসমূহ