আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পুরোদমে আটঘরিয়া থানা পুলিশের সকল কার্যক্রম শুরু করতে দেখা গেছে।
এর আগে কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ। এতে সারাদেশের ন্যায় আটঘরিয়া থানা পুলিশকেও আর মাঠে দেখা যায়নি।
কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার হওয়ার পর সোমবার সকালে আটঘরিয়া থানার সকল অফিসার-ফোর্স থানায় পুরোদমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করে।
দুপুরের দিকে আটঘরিয়া থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহল দিতে দেখা য়ায়। টহল শেষে তারা থানায় যায়।
আটঘরিয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সকল অফিসার-ফোর্স থানায় ছিলেন। সোমবার সকাল থেকে আমরা পুরোদমে থানার সকল কার্যক্রম শুরু করেছি। আমরা পুলিশ নিরপেক্ষ থেকে জনগণের হয়ে কাজ করতে চাই।

0 মন্তব্যসমূহ