ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুর খামার থেকে আরও ছয়টি ব্রাহমা জাতের গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সেগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়েছে। ঈদের আগে ব্যাপক আলোচনায় আসা কোটি টাকা দামের গরুটিও জব্দের তালিকায় আছে। আমদানি নিষিদ্ধ এসব গরু অনেক দামে বিক্রি করা হতো।
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম বুধবার (৩ জুলাই) দ্বিতীয় দফা অভিযান চালায়। রাজধানীর চন্দ্রিমা উদ্যানসংলগ্ন কাঠের পুলের ১৬ নম্বর রোডে এ অভিযানের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।
জানা গেছে, ভুয়া তথ্যের ভিত্তিতে ২০২১ সালে এসব গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো। ২০১৬ সালে আমদানি নিষিদ্ধ ঘোষণার পরও যুক্তরাষ্ট্র থেকে ব্রাহমা জাতের গরু আনা হয় ফ্রিজিয়ান গরু উল্লেখ করে। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণিসম্পদ অধিদপ্তরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। অবৈধ প্রভাব খাটিয়ে সেই গরু আবারও এনে বিক্রি করে সাদিক অ্যাগ্রো।
এসব অভিযোগে গত সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদীর ফার্মে দিনভর অভিযান চালায়। এ সময় তারা ব্রাহমা জাতের ২৫টি গরুর তালিকা সংগ্রহ করে। তালিকা অনুসারে সেগুলো পর্যায়ক্রমে জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

0 মন্তব্যসমূহ