পাবনা, ৩ জুলাই : আলোচনাসভা ও কেক কেটে পাবনায় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
‘সময়ের সাথে আগামীর পথে’ শ্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। পরের বছর ১ জানুয়ারি ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে এনটিভি। ২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে। অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানের বিষয় বৈচিত্রের মাধ্যমে আলাদা পরিচিতি পেয়েছে এই টিভি।
বুধবার ৩ জুলাই দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে মোমবাতি জালিয়ে, কেক কেটে ও মিষ্টিমুখ করে এক আনন্দঘন মুহুর্তের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় ও প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২২ বছরে পদার্পণ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন এনটিভির পাবনাস্থ স্টাফ রিপোর্টার ও ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা চেম্বারের পরিচালক রানা গ্রুপের চেয়ারম্যন রুহুল আমিন বিশ্বাস রানা ও পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ও শফিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক সরোয়ার উল্লাস, কোষাধ্যক্ষ শুশিল তরফদার, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, একুশে টিভি ও মানবজমিনের স্টাফ রির্পোটার আলহাজ রাজিউর রহমান রুমী, বীরমুক্তিযোদ্ধা প্রবীন সদস্য আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন, ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার ড. নরেশ মধু, দি ডেইলি নিউ এইজ প্রতিনিধি মাহফুজ আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, গাজী টিভি ও দি ঢাকা টিব্রিউনের জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পি, দি মর্নিং টাচ পত্রিকার নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, বৈশাখী টিভির মিজান তানজিল, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত সরকার, দৈনিক সিনসা'র সাহিত্য সম্পাদক ড. মনছুর আলম, মাছরাঙ্গা টিভির পাবনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি রবিউল রনি, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসনাত, সাংবাদিক এম এ সালাম, জেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সদস্য মাহবুবা কাজল, সিএনএফ টিভির চেয়ারম্যন খালেদ আহমেদ, দৈনিক বিপ্লবী সময়ের ক্যামেরাপার্সন দাউদ শেখ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। পরে কেক কেটে পাবনায় এনটিভির ২২ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়। সকল প্রস্তুতি থাকার পরেও দুযোগপুর্ন আবহাওয়ার কারনে শোভাযাত্রা বের করা সম্ভব হয়নি।

0 মন্তব্যসমূহ