আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা গালিবুর রহমান শরীফ গালিব।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারি, ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম,
দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, চাঁদভা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার(ভারপ্রাপ্ত), সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া আটঘরিয়া থানার ওসি তদন্ত আরিফুল ইসলাম, আতাইকুলা থানার ওসি তদন্ত আনিসুর রহমান, সাবেক কমান্ডার জহুরুল হক, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
আটঘরিয়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ শুভ উদ্বোধন করেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
সোমবার (১৫ জুলাই) বিকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত মেলায়
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ।
বিশেষ অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, ওসি আমিনুল ইসলাম প্রমুখ।
উক্ত কৃষি প্রযুক্তি মেলায় ১৭ টি স্টল বসানো হয়েছে। ১১শ কৃষকের মাঝে ধানের বীজ, ডিএপিসার, এমওপি সার বিতরণ করা হয়েছে।


0 মন্তব্যসমূহ