ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল ১০ টায় এই মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়। ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করে স্টল পরিদর্শন করেন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শিরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি, বিশেষ অতিথি মোঃ খলিলুর রহমান সরকার চেয়ারম্যান উপজেলা পরিষদ, খ. ম. কামরুজ্জামান মাজেদ মেয়র ফরিদপুর পৌরসভা, আব্দুল গফুর প্রামানিক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ , মোছাঃ নাসরিন আলম মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, কৃষিবিদ আল ইমরান সহ অন্যরা।
২০২৩ - ২০২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

0 মন্তব্যসমূহ