রবিউল রনি: "স্বরকম্প ঢাকা আবৃত্তি সংসদ" আয়োজিত দুই দিন ব্যাপি বাচিক শিল্প বিষয়ক কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে গত ২৮ ও ২৯ জুন।
এই কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী,নাট্য নির্দেশক ও প্রশিক্ষক
মীর বরকত। এবং বেতার ও টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান উপস্থাপক ও ঘোষক, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক আহ্সান উল্লাহ্ তমাল।
কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য "স্বরকম্প ঢাকা আবৃত্তি সংসদ" আবৃত্তির প্রচার ও প্রসারে নিয়মিত আবর্তন ও কর্মশালার আয়োজন করে থাকে।

0 মন্তব্যসমূহ