সর্বশেষ

6/recent/ticker-posts

নিত্যদিনের ছবি






 ।।মোঃ শফিকুল ইসলাম।। 


মধু ফাঁদে পড়ে সাংসদ খুন 

পেয়ালায় ডুবে কবি,

মাদক ছোবলে  যুবক ধুঁকছে 

নিত্যদিনের ছবি। 


সন্ধ্যা  নামলে ললিতারা সব 

দল বেঁধে পথে হাঁটে, 

রাষ্ট্র বলে সবকিছু ঠিক 

নজরদারি কড়া মাঠে। 


ফলাকায় মরে কাইজা জোয়ান

প্রেমের বলি ষোড়শী, 

বুড়োর কী দোষ কোমরে বাঁধন 

প্রশাসন বড়ো সাহসী! 


কুলসুম ছবু গফুর সবুর

রাত-দিন খেটে চলছে 

তবুও তাদের অভাব ঘোঁচেনা

ধুঁকে ধুঁকে ওরা মরছে। 


অট্টালিকায় বসে ওরা কারা

খবর কী রাখো সেখানে, 

বস্তির নুরি মাদকের রানি

হইচই  শুধু  এখানে।


বলবো কোথায় শুনবে কে কথা 

রাষ্ট্র নেতা কোথায়, 

দেখ চেয়ে এসে ফসল ডুবেছে 

কৃষাকের হাত  মাথায়। 


মিথ্যে পদবী দিওনা আমাকে 

আমি নই দেশদ্রোহী, 

পথে-ঘাটে ঘুরি দেখি যাহা চোখে 

তাহাই সবারে কহি। 


৩০/০৬/২০২৪ইং

মালমো সুইডেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ