সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত




বার্তা সংস্থা পিপ, পাবনা : ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের উদ্যোগে বুধবার পাবনায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

পাবনা সদর উপজেলার নুরপুরে অবস্থিত পাবনা কমিউনিটি হাসপাতালে অনুষ্ঠিত দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে পাবনার বিভিন্ন এলাকার প্রায় ৪৫০ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ডা. প্রফেসর কাজী কামরুজ্জামান বুধবার সকালে এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ঢাকা কমিউনিটি কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. রিয়াজুল হক রেজা, ঢাকা কমিউনিটি হাসপাতালের পরিচালক ডা. মো. ওমর শরীফ ইবনে হাসান, পরিচালক ওয়াকার হোসেন তপন, সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সহ সম্পাদক তপু আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

এ সময় তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ সঠিক সময় প্রাথমিক স্বাস্থ্য সেবার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পরে। অনেকেই শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাওয়ার আশায় তাকিয়ে থাকে ফলে দেশে রোগীর সংখ্যা বাড়ছে। 

দেশের প্রতিটি মানুষ যদি হাউজ ফিজিশিয়ানের মাধ্যমে নিয়মিতভাবে স্বাস্থ্য সেবার মধ্যে থাকে তাহলে অনেক রোগী গুরুত্বর অসুস্থ হওয়ার আগেই নিয়মিত স্বাস্থ্য সেবা পেয়ে সুস্থ থাকতে পারবে। এ জন্য কমিউনিটি বেজড স্বাস্থ্য সেবার প্রতি গুরুত্ব দেন তিনি। 

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের উদ্যোগে পাবনায় গত প্রায় তিন দশক ধরেই পাবনার দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রেনির মানুষের মধ্যে মাত্র ৩০ টাকায় মাসব্যাপী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কাজ করে আসছে। স্বাস্থ্য কর্মীরা সদস্যদের বাড়িতে বাড়িতে যেয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। 

জেলার প্রায় ৪০ হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ প্রতিনিয়ত এভাবে সেবার আওতায় আনা হয়েছে, এর মধ্যে থেকে গুরুত্বর অসুস্থ্য রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রতি বছর স্বাস্থ্য ক্যাম্প করে বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। গুরুত্বর অসুস্থ্য রোগীদের ঢাকায় কমিউনিটি হাসপাতালে ভর্তি করে আরও উন্নত সেবার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

ঢাকা কমিউনিটি হাসপাতালের পরিচালক ওয়াকার হোসেন তপন বলেন, দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে পাবানার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৫০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা প্রদান করা হয়। 

মেডিসিন, হাড়ের, গাইনি, চক্ষু, শিশু রোগ, শিশু সার্জন সহ ১৫ জনের বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ স্বাস্থ্য সেবায় সেবা প্রদান করেন।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ