সর্বশেষ

6/recent/ticker-posts

‘উনিশ শ একাত্ত্বর, রক্তস্নাত পাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন


বার্তা সংস্থা পিপ, পাবনা : বীরমুক্তিযোদ্ধা, পাবনা কমিউনিটি হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান মুক্তা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়ে পাকিস্তান নামের পরিবর্তে শুধু বাংলাদেশ হয়েছে। কিন্তু শোষণ বঞ্চনা আগের মতই আছে। তিনি বলেন, সামনে ভয়াভহ দিন অপেক্ষা করছে। মহান মুক্তিযুদ্ধের সময় দেশের সাধারণ মানুষ যুদ্ধে অংশ নিলেও মাত্র ১০ ভাগ বেসরকারী মানুষকে খেতাব দেওয়া হয়েছে। দেশের নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের দুরুত্ব বেড়েছে। আগামীতে দেশে আরও উন্নয়ন হবে কিন্তু আমরা যে দেশ চেয়েছি তা হবে না। 

মঙ্গলবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙার লেখা ‘উনিশ শ একাত্ত্বর, রক্তস্নাত পাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

লেখক বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ। 

সভার শুরুতে মহান মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ