রবিউল রনি: পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের একমাত্র যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম গোলকাটা মাজাটকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিয়ে আসলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন।
এম পি মকবুল হোসেনের এই অনুদানের প্রেক্ষিতে গ্রামের মানুষ শর্তহীন নিজেদের জমি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে এই রাস্তার কাজে দায়িত্বে থাকা ডেমড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহীদুর রহমান বলেন এই রাস্তা গ্রামের মানুষের বহুপ্রতিক্ষিত একটি রাস্তা। মাঠের ফসল পরিবহণে রাস্তাটি অতীব গুরুত্বপূর্ণ তাই গ্রামের সাধারণ মানুষ তাদের জমি শর্তহীন ভাবেই দিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আকরাম হোসেনসহ আরো কিছু মানুষ এই কাজে সকলকে অনুপ্রাণিত করেছেন বলে জানায় এলাকাবাসী।
১৯৭৩/৭৪ সালে মাজাট গ্রামের মানুষ সমবায় ভিত্তিতে ইরি-৮ ধানের চাষাবাদ করে যথেষ্ট সুনাম অর্জন করেন। গ্রামের প্রতিটি বাড়িতে বেগুনের চাষ করতেন যেটাকে বলা হতো লই টানা বাগুন বা মাজাটে বেগুন হিসেবে পরিচিত লাভ করেছিলো।
গ্রামের সকল মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছিলেন। তৎকালীন সময়ে বঙ্গবন্ধু সরকার গ্রামটিকে স্বনির্ভর গ্রাম হিসেবে ঘোষণা দিয়েছিলেন বয়সে ছোট হলেও গ্রামের নেতৃত্ব দিতেন মরহুম জুলফিকার আলী।
বিষয়টি গুরুত্ব দিয়ে মরহুম ওয়াজউদ্দিন খান এমপি রাস্তা নির্মাণে বরাদ্দ দিয়েও শেষ করতে পারেন নাই, পরবর্তীতে মাননীয় সংসদ আলহাজ্ব মকবুল হোসেন ইতিপূর্বে দুইবার টাকা বরাদ্দ করেও রাস্তাটি নির্মাণ সম্ভব হয়নি।
সম্প্রতিকালে যোগাযোগ বিচ্ছিন্ন গোলকাটা মাজাটের বিষয়টি ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরদার পুনরায় এমপির দৃষ্টি আকর্ষণ করলে তিনি এলাকার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে রাস্তা নির্মাণের আবেদনের পরামর্শ দেন সে আলোকে শহীদুল্লাহ সরকার এলাকার মানুষের সাথে আলাপ আলোচনা করে একমত হয়ে অবহিত করলে এমপি সন্তুষ্ট চিত্তে উক্ত রাস্তার বরাদ্দ দেন।
কাজটি দুর্বার গতিতে এগিয়ে চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে গিয়ে উন্নয়নের মহাযজ্ঞ বলে অবহিত করেন।
0 মন্তব্যসমূহ