নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিযোগিতায় যুক্ত হলো কাঁচা মরিচ। গত এক সপ্তাহের ব্যবধানে পাবনার খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। ৬০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। হঠাৎ মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
শীতকালে কুয়াশায় টানা রোদ না পাওয়ায় এই দাম বৃদ্ধির কারণ বলে মনে করছেন মরিচ ব্যবসায়ীরা।
শনিবার (১৪ জানুয়ারি) পাবনার কয়েকটি সবজি বাজার ঘুরে এ তথ্য জানা যায়। প্রতিটি সবজির দামই প্রায় বেড়েছে। তবুও কাঁচা মরিচের দামটা ছিলো নাগালের মধ্যে। গত কয়েক দিনে বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে কাঁচা মরিচের দাম।
0 মন্তব্যসমূহ