সর্বশেষ

6/recent/ticker-posts

টেবুনিয়ায় হারেজ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


 

ফয়সাল মাহমুদ পল্লব: শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে টেবুনিয়া হারেজ আলী ফাউন্ডেশন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে মরহুম হারেজ আলী স্যারের নিজস্ব বাস ভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

হারেজ আলী ফাউন্ডেশনের সহ-সভাপতি শাহনাজ পারভীন বিউটির সভাপতিত্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন বলেন, হারেজ আলী ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ শিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব। 

হারেজ আলী ফাউন্ডেশনের সহ-সভাপতি শাহনাজ পারভীন বিউটি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই হারেজ আলী ফাউন্ডেশন দরিদ্র ও হতদরিদ্র মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে শীতবস্ত্র বিতরণ করছে। এসময় তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেবুনিয়া ওয়াছিম পাঠশালার সাবেক প্রধান শিক্ষক মো: সফর আলী, আটঘরিয়া সরকারি কলেজের অধ্যাপক মো: বাবুল আকতার, ফাউন্ডেশনের সদস্য লন্ডন প্রবাসী মো: আব্দুল কাদের মাখন, ডা: মো: মফিজ উদ্দিন আহমেদ, হাসানুজ্জামান হেলাল, কামরুজ্জামান কামরুল, শাহাদত আলী, মো: জাকারিয়া খলিল, শাকীল আহমেদ, সুলতানা পারভীন মুন্নি, সুমনা পারভীন রুনা, মো: জামাল উদ্দিন, মো: শাহাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, কিরন আলী, আব্দুর রশিদ, মো: রফিকুল ইসলাম রিকাত, রোকনুজ্জমান প্রমুখ।   

উল্লেখ্য, টেবুনিয়া ওয়াছিম পাঠশালার প্রধান শিক্ষক ছিলেন হারেজ আলী। টেবুনিয়া ওয়াছিম পাঠশালায় ১৯৬৭ সালের  ১৫ ফেব্রুয়ারী থেকে ৩০ জুন ২০০২ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালের ১৪ অক্টোর তিনি না ফেরার দেশে চলে যান। তার স্মৃতি রক্ষার্থে তারই ছাত্রদের উদ্যোগে গড়ে তোলা হয় হারেজ আলী ফাউন্ডেশন। 

হারেজ আলী ফাউন্ডেশন প্রতি বছর শিক্ষা বৃত্তিসহ সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবছর প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে টেবুনিয়া হারেজ আলী ফাউন্ডেশন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ