বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনায় ভিক্ষুক পুণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুর্নবাসনের লক্ষে বিভিন্ন উপকরণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশিদুল কবীরের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রথম আলো প্রতিনিধি সরোয়ার উল্লাস, অনলাইন পত্রিকা নতুন চোখ প্রকাশক এসএম আলম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাজাহান মামুন, সহকারী পরিচালক আসফ উদ দৌলা, শায়খ ইবনে পল্লব, হাফিজুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পাবনা পৌরসভার ৭৩ জনসহ ১৬৩ জন ভিক্ষুকদের মাঝে ৪৭ লক্ষ টাকা সমমূল্যের গরু, ছাগল, মুদি দোকান, চায়ের দোকান, সেলাই মেশিন ও রিকশা বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এমপি প্রিন্স বলেন, বাংলাদেশের পেক্ষাপটে ভিক্ষুক পুর্নবাসন একটি বিশাল এবং মহৎ কাজ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার সবার জন্য আবাসন প্রকল্প বিশ্বের অন্যতম একটি বিশাল কাজ। সারা বিশ্বে এটা একটি দৃষ্টান্ত। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।
0 মন্তব্যসমূহ