সর্বশেষ

6/recent/ticker-posts

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে সাবেক ডিজিএফআই প্রধানের আহবান



বার্তাকক্ষ : করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানিয়েছেন সাবেক ডিজিএফআই প্রধান পাবনার কৃতি সন্তান মেজর জেনারেল (অব:) নজরুল ইসলাম রবি।



মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী নির্দেশিত ৩১ দফা যথাযথভাবে পালন করে সবাইকে ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

তিনি জানান, নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রতিটি নাগরিককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

সাবেক ডিজিএফআই প্রাধান বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পরা মরনঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত পথে এগোতে হবে। তার নির্দেশিত পথে ভালো থাকবে আমাদের প্রিয় বাংলাদেশ।