সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার লি: এর উদ্যোগে সেফটি উপকরণ বিতরণ

মিজান তানজিল, পাবনা: নোভেল করোনা ভাইরাস (Covid-19) থেকে প্রতিকারের জন্য Raza Mobile & Diesel Filter Pvt. Ltd. এর উদ্যোগে ভাঁড়ারা ইউনিয়ন ২নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে মাস্ক, সাবান এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন Raza mobile & Diesel pvt. Ltd এর পরিচালক আবরার হোসেন রনি, ভাঁড়ারা ২নং ওয়ার্ডের ইউ.পি সদস্য  ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম, শ্রীপুর গ্রাম কমিটির সভাপতি হাশেম আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি এডওয়ার্ড কলেজ কামাল উদ্দিন হলের সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ উদ্দিন জনি, ভাঁড়ারা (১,২,৩) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিদয় হোসেন নিরব, ও সাংগঠনিক সম্পাদক সিয়াম, উদিয়মান ছাত্রনেতা পিয়াস।

বিশিষ্ট ব্যবসায়ি, শাউন, এশারত প্রামানিক, বিটন, শিখন, রানা। এছাড়াও উপস্থিত ছিলেন আন্নু, শাহীন সহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ