মিজান তানিজল, পাবনা : পাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সকালে বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কেএম মামুনুর রশিদ রুমন এর নেতৃত্বে জাতির ক্রান্তিলগ্নে দলের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে এ সব জীবাণুনাশক স্প্রে করা হয়।
জীবাণুনাশক স্প্রে করা ছাড়াও করোনা ভাইরাস বিস্তার রোধে প্রচারনা চালান তারা। এ সময় ঘরে থেকে আইইডিসিআর এর পরামর্শ মতে চলার আহ্বান এবং আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার অনুরোধ করেন তারা।
উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ