বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনায় জনগনের মাঝে সচেতনতামূলক প্রচারসহ রাস্তায় রাস্তায় ব্লিচিং পাউডার মিশ্রিত জীবানুনাশক পানি ছিটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর-১১ পদাধিক ডিভিশনের একটি ইউনিট।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডসহ বিভিন্নস্থানে এই কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তারা সকলকে নিজ নিজ বাড়িতে সাবধানতার সাথে অবস্থান করতে অনুরোধ জানান, বিদেশ থেকে ফেরা মানুষদেরকে হোম কোয়ান্টারাইনে থাকতে আহবান জানান।
বারাবার জীবানুনাশক দিয়ে হাত ধুতে ও অহেতুক নাকে এবং মুখে হাত না দিতে অনুরোধসহ নানা ধরনের প্রচার চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তাবৃন্দ তাদের সাথে অংশ নেন এই সচেতনতামূলক কার্যক্রমে।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডসহ বিভিন্নস্থানে এই কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তারা সকলকে নিজ নিজ বাড়িতে সাবধানতার সাথে অবস্থান করতে অনুরোধ জানান, বিদেশ থেকে ফেরা মানুষদেরকে হোম কোয়ান্টারাইনে থাকতে আহবান জানান।
বারাবার জীবানুনাশক দিয়ে হাত ধুতে ও অহেতুক নাকে এবং মুখে হাত না দিতে অনুরোধসহ নানা ধরনের প্রচার চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তাবৃন্দ তাদের সাথে অংশ নেন এই সচেতনতামূলক কার্যক্রমে।

2 মন্তব্যসমূহ
আমরা রাস্তায় রাস্তায় না বলে,আমরা সবার বাড়িতে গিয়ে সচেতন করতে চাই।
উত্তরমুছুনএই সেবা মূলক কাজ করতে দেওয়ার অনুমতি চাই।
আলোর পথে আলোর দিশারী
সত্যের জয় সব সময়
Facebook and Youtube Channel
01796737429
আমরা রাস্তায় রাস্তায় না বলে,আমরা সবার বাড়িতে গিয়ে সচেতন করতে চাই।
উত্তরমুছুনএই সেবা মূলক কাজ করতে দেওয়ার অনুমতি চাই।
আলোর পথে আলোর দিশারী
সত্যের জয় সব সময়
Facebook and Youtube Channel
01796737429