সম্প্রতি পাবনা জেলার জন্মদিন উপলক্ষে পাবনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত গান ‘প্রাচীন জেলা পাবনা’ প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিবাচক লাইক, কমেন্ট, শেয়ারে ছড়িয়ে পড়েছে ফেসবুকের টাইমলাইনগুলোতে। কোনরকম বুস্ট ছাড়াই কেবল দর্শক-শ্রোতাদের ভালোবাসায় অল্প সময়ের মধ্যেই গানটি ফেসবুকে দুই লাখেরও বেশি ভিউ অর্জন করেছে।
গানটির গীতিকার, অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সম্পাদক হলেন পাবনার তরুণ সাংবাদিক, কবি, লেখক, গীতিকার ও সুরকার তারেক খান। গানে সুর, কণ্ঠ ও মিউজিক কম্পোজিশনের আয়োজন করেছে টিকে এন্ড বিটস ব্যান্ড।
‘প্রাচীন জেলা পাবনা’ গানে ফুটে উঠেছে জেলার ৯ টি উপজেলার সমৃদ্ধ ঐতিহ্য, ভাষা, স্থানীয় বৈশিষ্ট্য। গানে উল্লেখ করা হয়েছে পাবনার লিচু, পেঁয়াজ, তাঁতশিল্প, মিষ্টি দই, ঘি, নদী ও বিলের মাছের কথা—যা দীর্ঘদিন ধরে এই জেলার গর্ব ও পরিচয়ের অংশ।
নিজ জেলার প্রতি ভালোবাসা থেকেই গানটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারেক খান। তিনি বলেন—
“আমি পাবনার সন্তান, পাবনা শহরেই আমার জন্ম। পাবনাকে ভালোবেসে, এর ঐতিহ্যকে সারা বাংলাদেশসহ পুরো বিশ্বে তুলে ধরার ইচ্ছা থেকেই গানটি নির্মাণ করেছি। আলহামদুলিল্লাহ গানটি সবাই ভালোবেসে গ্রহণ করেছেন—এর জন্য আমি প্রাণের পাবনাবাসীর কাছে চির কৃতজ্ঞ।”
গানটি বর্তমানে দেশ-বিদেশের পাবনাবাসীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই বলছেন, এটি শুধুমাত্র একটি গান নয়, বরং পাবনার গৌরব, ভালোবাসা ও সংস্কৃতির প্রতিচ্ছবি।
‘প্রাচীন জেলা পাবনা’ গানটি দেখা যাবে ‘পাবনার কণ্ঠ’ ফেসবুক পেজ ও Tarek Khan & Beats ইউটিউব চ্যানেলে।
গানটি দেখতে এখানে ক্লিক করুন।

0 মন্তব্যসমূহ