ন্যায্য দাম ও কাঙ্ক্ষিত পরিমাণে সার না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৃষকরা। বুধবার ০৫ নভেম্বর সকালে শত শত কৃষক মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশ করেন।
কৃষকদের অভিযোগ, চলতি রবি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশি টাকা না দিলে ডিলার সার দিচ্ছেন না। ওই সার অন্য জায়গায় পাচার করছেন। বাধ্য হয়ে বেশি দামে খোলাবাজার থেকে সার কিনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া কৃষক আব্দুল মান্নান বলেন, ‘সার না পেলে জমিতে বীজ ফেলব কীভাবে? সরকার নির্ধারিত দামে সার পাচ্ছি না। ডিলাররা বলছেন, সরবরাহ কম।’
কৃষক পলান মোল্লা বলেন, ডিলাররা রাতের আঁধারে বেশি দামে বাইরে সার বিক্রি করছেন। সংকটের এটি একটি কারণ। মৌসুমের শুরুতেই সার না পেলে উৎপাদন ব্যাহত হবে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া দরকার।
উপজেলা কৃষক দলের সভাপতি আখেরুজ্জামান মাসুম বলেন, কৃষি কর্মকর্তাদের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিলাররা সার মজুত ও অবৈধভাবে বিক্রির সুযোগ পাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি প্রশাসনের পদক্ষেপ চেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, সার সরবরাহে সাময়িক সমস্যা হয়েছে। শিগগিরই তা সমাধান করা হবে। কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্যসমূহ