সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত


পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রাতুল ইসলাম (১৭) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ধুলটি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল উপজেলার মুলাডুলি ইউনিয়নের দেবীপুর গ্রামের বাবু মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতুল তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে বের হয়। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রাতুলসহ তিনজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে বসা রাতুল ছিটকে কাছের একটি কাঠমিলের গাছের গুড়ির সঙ্গে সজোরে আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

রাতুল গত বছর বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিন ভাইয়ের মধ্যে রাতুল ছিল সবার বড়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ