সর্বশেষ

6/recent/ticker-posts

পদ্মায় মা ইলিশ মাছ শিকার, ঈশ্বরদীতে আটক- ৯


পাবনার ঈশ্বরদীস্থ পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করা হয়েছে।

গতকাল রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত ২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করেছেন লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটকরা হলেন- নাটোর জেলার লালপুর থানাধীন নূরুল্লাপুর এলাকার মৃত মজিবার রহমানের ছেলে ময়নাল মন্ডল ও জয়নুল আবেদীন মো. আশরাফ প্রাং এর ছেলে ফরহাদ হোসেন, মৃত টেংরা সরদারের ছেলে মনিরুল ইসলাম ও শামীম সরদার, মো: মুনসুর রহমানের ছেলে নাঈমুদ্দীন, রেজাউল সরদারের ছেলে রুবেল সরদার, মো. রশিদ সরদারের ছেলে রহিম সরদার এবং মৃত কাশেম বিশ্বাসের ছেলে শহীদুল বিশ্বাস।

লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর। ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ