সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ইলিশ জব্দে গড়মিল, ২০ কেজি উধাও!


দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারির অংশ হিসেবে ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদের ওপর সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে পাবনায় পরিচালিত অভিযানে ২৫ কেজি ইলিশ জব্দের দাবি করা হলেও তার ২০ কেজিই রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।

সারাদেশের ন্যায় পাবনার পদ্মা নদীতেও চলছে অভিযান। কিন্তু পাবনা জেলার অভিযান-সংক্রান্ত তথ্য নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসঙ্গতি ও বিভ্রান্তি।

পাবনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, ৪ অক্টোবর থেকে ২৩টি অভিযান পরিচালনা করে ৫ কেজি ইলিশ এবং ৩২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল দাবি করেন, জেলার বিভিন্ন স্থানে ২৬টি অভিযানে ২৫ কেজি ইলিশ এবং ৮১ হাজার মিটার জাল জব্দ হয়েছে যার মূল্য প্রায় ২ লাখ ৪৪ হাজার টাকা।

এই পরিসংখ্যানের অমিল থেকেই প্রশ্ন উঠছে আসলে পাবনায় অভিযান কতটি হয়েছে এবং কতটুকু ইলিশ জব্দ হয়েছে?

উপজেলা প্রশাসনের সঙ্গেও মৎস্য বিভাগের তথ্যের মিল নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী কমিশনার (ভূমি) জানান, তিনি কেবল একটি অভিযানে উপস্থিত ছিলেন এবং পাঁচটি অভিযানের বিষয়ে অবগত, বাকি অভিযানের তথ্য তার কাছে নেই।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, জনবল ঘাটতির কারণে অভিযান কার্যক্রমে সমস্যা হচ্ছে কারণ, তিনজন কর্মকর্তার মধ্যে দুইজনকেই অন্য জেলায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, ইলিশ রক্ষায় সরকারের উদ্যোগ সফল করতে মাঠ পর্যায়ে স্বচ্ছতা, সমন্বয় ও তদারকি আরও জোরদার করা জরুরি। সরকারি তথ্যেই যখন এমন অমিল দেখা যায়, তখন মাঠের বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ