সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়া পৌরসভার উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু



মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া পৌরসভার উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় পৌর সদরের তিনমাথা চত্বর থেকে এই অভিযান শুরু হয়। পৌরসভার বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো  হয়। পরে তিনমাথা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, যুব উন্নয়ন অফিসার মো: গোলাম সরোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহ খন্দকার ফিরোজুল আলম, সাঁথিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না সাঁথিয়াবাসীর জন্য পৌর পার্ক নির্মাণের উদ্বোধন করেন। সেই সাথে তিনি আরো জানান, এই পৌরপার্কটি নির্মাণ হতে তিন থেকে ছয় মাস সময় লাগবে। আশা করছি, এই পৌরপার্ক নির্মাণ হলে সাঁথিয়াবাসী এর সুফল ভোগ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ