সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এডওয়ার্ড কলেজ ছাত্র আহত



পাবনার ভাঙ্গুড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আল-ইমরান শিখন (২৫) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিখন জয়রামপুর গ্রামের শামসুল সরদারের ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

এ ঘটনায় আল-ইমরান হোসেন সজিবের বাবা শামসুল সরদার বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, জয়রামপুর গ্রামের কবর স্থানের পাশে খেলার মাঠ থেকে খেলা শেষে বাড়ি ফিরছিলেন শিখন। পথিমধ্যে এক‌ই গ্রামের মকবুলের ছেলে নাফিস, শ্রীপুর সিদ্দিকের ছেলে মনিরুল ও জয়রামপুর গ্রামের মো. রানু হোসেনের ছেলে নাইম (২১) পূর্ব বিরোধের জেরে শিখনের সাথে তর্ক করতে শুরু করে। এক পর্যায়ে নাফিস ও তার সহযোগীরা মিলে শিখনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই রানা। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা আমার ভাইকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে। তারা এলাকার প্রভাবশালীদের সন্তান হওয়ায় পুলিশ অভিযোগ পেয়েও আসামিদের গ্রেপ্তার করছে না। আমরা দোষীদের গ্রেপ্তার ও শাস্তি চাই।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম অভিযোগের ব্যাপারে বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ